আফরান নিশো ও তানজিন তিশা দুজনই ছোটপর্দার ব্যস্ততম অভিনয়শিল্পী। এবার পয়লা বৈশাখে (১৪ এপ্রিল) এনটিভিতে রাত ৯টা ১০ মিনিটে তাঁদের অভিনীত ‘এক বৈশাখে’ নাটকটি প্রচারিত হয়।
নাটকটি প্রচারের কিছুক্ষণ পর এনটিভির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে
আপলোড করা হয়। খুব অল্প সময়ের মধ্যে নাটকটির দর্শক বাড়তে থাকে। এরই মধ্যে ৪৮ ঘণ্টারও কম সময়ে নাটকটি আট লাখ বারের বেশি দেখা হয়েছে।
সারওয়ার রেজা জিমির রচনায় নাটকটি পরিচালনা করেছেন তুহিন হোসেন। নাটকটির দর্শক ভালোভাবে গ্রহণ করছেন তাই বেশ উচ্ছ্বসিত পরিচালক।
এ বিষয়ে নিজের অনুভূতি প্রকাশ করে এনটিভি অনলাইনকে তুহিন হোসেন বলেন, ‘আমি বিস্মিত। কারণ এত অল্প সময়ের মধ্যে অনেক দর্শক নাটকটি দেখেছেন। দর্শকের এ রকম ভালোবাসা পেলে কাজ করতে অনুপ্রাণিত হই।নিশো ও তানজিন তিশাকে অনেক ধন্যবাদ।’
No comments:
Post a Comment