বিগ বসে সালমান খানের সঙ্গে আসছেন ক্যাটরিনা - .

.

.

Loading...

Breaking

Home Top Ad

loading...

Post Top Ad

Saturday, April 21, 2018

বিগ বসে সালমান খানের সঙ্গে আসছেন ক্যাটরিনা

শিগগিরই শুরু হচ্ছে বিগ বস সিজন ১২। অডিশনও শুরু হয়ে গিয়েছে। কিন্তু বিগ বস সিজন ১২-এ সালমান খানের সঙ্গে এবার কে আসছেন জানেন?
শোনা যাচ্ছে, সালমান খানের সঙ্গে নাকি এবার বিগ বস-এর পরিচালনায় দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। ‘টাইগার জিন্দা হ্যায়’-এর পর এবার রিল-এর বাইরে রিয়েলেও দেখা যাবে সালমান-ক্যাটরিনাকে। অবাক লাগছে শুনতে? কিন্তু, এবারই প্রথম সালমান খানের সঙ্গে স্টেজ শেয়ার করতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। তবে এ বিষয়ে সালমান বা ক্যাটরিনার তরফে কোনও মন্তব্য করা হয়নি।
এদিকে ‘টাইগার জিন্দা হ্যায়’-র পর সালমান খানের সঙ্গে ‘দাবাং’ টুরে অংশ নিয়েছেন ক্যাটরিনা কাইফ। তবে সলমনের ওই দাবাং টুরে ক্যাটরিনার পাশাপাশি রয়েছেন ডেইজি শাহ এবং সোনাক্ষী সিনহাও।

No comments:

Post Bottom Ad

loading...

Pages