শিরোপা জিতেই শীর্ষস্থান ধরে রাখলেন নাদাল - .

.

.

Loading...

Breaking

Home Top Ad

loading...

Post Top Ad

Monday, April 23, 2018

শিরোপা জিতেই শীর্ষস্থান ধরে রাখলেন নাদাল

ক্লে কোর্টে আরও একবার অপ্রতিরোধ্য রাফায়েল নাদাল। কি নিশিকোরিকে হারিয়ে মন্টি কার্লো মাস্টার্সের শিরোপা জিতলেন তিনি। এ নিয়ে টেনিসের ‘উন্মুক্ত’ যুগে প্রথম কোনো খেলোয়াড় হিসেবে একই টুর্নামেন্টে ১১বার শিরোপা জিতলেন স্প্যানিশ এ মহাতারকা।
নিশিকোরির সামনে ছিল ক্যারিয়ারে প্রথম মাস্টার্স শিরোপা জেতার হাতছানি। শুরুটাও আশা জাগানিয়া ছিল তার। তবে আশার প্রদীপ জ্বালিয়ে রাখতে পারেননি তিনি। শেষ পর্যন্ত নাদালের কাছে ৬-৩, ৬-২ সেটে হেরে যান জাপানি টেনিস সেনসেশন।
এ জয়ে সুইস কিংবদন্তি রজার ফেদেরারকে পেছনে ফেলে বিশ্ব র‌্যাংকিংয়ে প্রথম স্থান নিজের দখলে রাখলেন নাদাল। এদিন আরও একটি কীর্তি গড়েছেন তিনি। ক্যারিয়ারে এটি তার ৩১তম মাস্টার্স শিরোপা। এ নিয়ে নোভাক জকোভিচকে টপকে গেছেন এ টেনিস কিংবদন্তি।
সব মিলিয়ে নাদালের এটি ৭৬তম এটিপি ট্যুর শিরোপা। ১৬টি গ্র্যান্ডস্লামজয়ী তারকা বলেন, এ খেলাটির সঙ্গে আমার রয়েছে নাড়ির সম্পর্ক, আত্মার বন্ধন। আমি জানি, প্রিয় খেলাটিকে বিদায় জানানোর একেবারে কাছে চলে এসেছি। তবে এ নিয়ে উদ্বিগ্ন নই। কারণ এটাই বাস্তবতা।
চোটের কারণে বছরের প্রথম গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে পারেননি নাদাল। চোট কাটিয়ে ফিরে দুরন্ত ছন্দে আছেন তিনি। গেল ৭ ম্যাচে কোনো সেট হারেননি। এবার তার চোখ পরের সপ্তাহের বার্সেলোনা ওপেনে। সেখানে ক্লে কোর্টের সম্রাট কেমন করেন তাই দেখার।

No comments:

Post Bottom Ad

loading...

Pages