ব্রিটিশ কোচ আনছে বাফুফে - .

.

.

Loading...

Breaking

Home Top Ad

loading...

Post Top Ad

Saturday, April 21, 2018

ব্রিটিশ কোচ আনছে বাফুফে

সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফচ্যাম্পিয়নশিপের দ্বাদশ আসরের আয়োজক বাংলাদেশ চলতি বছরের থেকে ১৫ সেপ্টেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘সাফ সুজুকি কাপ২০১৮ যেখানে অংশ নিবেবাংলাদেশভারতপাকিস্তাননেপালভুটানমালদ্বীপ  শ্রীলঙ্কা। এই টুর্নামেন্টের ড্র গতকাল রাজধানীর একটিপাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে। ড্রতে আয়োজক হিসেবে বাংলাদেশকে পূর্ব নির্ধারিত ‘’ গ্রুপের টপার হিসেবেরাখা হয়। আর বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে রাখা হয় ‘বি’ গ্রুপের টপার হিসেবে। বাকি পাঁচটি দলের ড্র অনুষ্ঠিতহয়। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে পড়েছে নেপালভুটান  পাকিস্তান। আর ভারতের প্রতিপক্ষ হিসেবেপড়েছে মালদ্বীপ  শ্রীলঙ্কা। দুই গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনাল খেলবে। সেখান থেকে দুটি দল খেলবে ফাইনাল।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে  সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে নেপাল  পাকিস্তান। উদ্বোধনী দিনের অপরম্যাচে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান।  থেকে  সেপ্টেম্বর পর্যন্ত হবে গ্রুপপর্বের খেলাগুলো। ১২ সেপ্টেম্বরহবে দুটি সেমিফাইনাল। আর ১৫ সেপ্টেম্বর হবে ফাইনাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটবলফেডারেশনের  সাফ সভাপতি কাজী মোসালাহউদ্দিনবাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগটুর্নামেন্টেরটাইটেল স্পন্সর সুজুকি মোটর করপোরেশন এডভাইজর (ইন্টারন্যাশনাল মার্কেটিং অব মারুতিসুজুকি ইন্ডিয়ালিমিটেডসেইজি হামাদা। গতবারের মতো এবারও আফগানিস্তান অংশ নেওয়ার আগ্রহ দেখিয়েছিল। কিন্তু অনান্যদেশগুলোর আপত্তির কারণে সেটা হয়নি বলে সংবাদ সম্মেলনে জানান সাফের সভাপতি কাজী সালাউদ্দিন।
অস্ট্রেলিয়ান এন্ড্রু ওর্ড চাকরি ছাড়ার পর তার জুতোয় পা গলানোর জন্য একজন বিদেশি কোচই খুঁজছিল বাফুফে।কয়েকটি বায়োডাটা পরীক্ষানিরীক্ষা করে একজনকে চূড়ান্তও করেছে বাফুফের ন্যাশনাল টিমস কমিটি। নতুনকোচ প্রসঙ্গে সালাউদ্দিন বলেন ‘একজন ব্রিটিশ কোচ আনছি আমরা সহসভাপতি কাজী নাবিল আহমেদ বলেন, ‘আগামী এক সপ্তাহের মধ্যেই নতুন কোচ এসে যাবেন। সব ঠিকঠাক। তিনি এলেই তার সঙ্গে আলোচনা করে জাতীয়দলকে আরো আন্তর্জাতিক ম্যাচ কিভাবে খেলানো যায়তা ঠিক করবো।’ গত ২৭ মার্চ লাওসের বিপক্ষে ফিফাফ্রেন্ডলি ম্যাচ খেলার পর দলের সঙ্গে না ফিরে পরে বাফুফেতে পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছিলেন এন্ড্রু ওর্ড।  জুনপর্যন্ত ওর্ডের সঙ্গে চুক্তি থাকলেও বাফুফে তাকে আটকায়নি। চলেই যখন যাবেনতখন আগেই যাওয়া ভালো– এটামনে করেই এন্ড্রুর পদত্যাগপত্র গ্রহণ করে বাফুফে। তাকে আটকানো যেতোকিন্তু কেন সহজেই ছেড়ে দিলো বাফুফেসংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে বাফুফে সভাপতি বলেছেন, ‘আসলে ‘অ্যানহাপি ওয়াইফ ইজ নট গুড ওয়াইফসে এখানে থাকতে চাচ্ছিল নাতাই আমরাও জোর করিনি।’ নতুন কোচ হিসেবে ইংল্যান্ডের সাবেক সেন্ট্রালব্যাকটেরি বুচারকেও আনতে চেয়েছিল বাফুফে। তবে শেষ পর্যন্ত তার আশা ছেড়ে অন্যজনকে বেছে নিয়েছে বাফুফে।সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বরে ব্রিটিশ কোচের অধীনে সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে নামবে বাংলাদেশ।নতুন কোচ আসলে কে তা প্রকাশ করতে চানটি বাফুফের ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিলআহমেদ। রহস্য রেখেই বলেন, ‘আসলেই সব জানতে পারবেন।

No comments:

Post Bottom Ad

loading...

Pages