ফেনীতে বৈশাখী ঝড়ে নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় নিহত ২ - .

.

.

Loading...

Breaking

Home Top Ad

loading...

Post Top Ad

Friday, April 20, 2018

ফেনীতে বৈশাখী ঝড়ে নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় নিহত ২

ফেনী সংবাদদাতা : ফেনীর ছাগলনাইয়া উপজেলায় কাল বৈশাখীর ঝড়ে নিয়ন্ত্রণ হারানো একটি বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মী।

শুক্রবার (২০ এপ্রিল) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজকুঞ্জরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।  

স্থানীয় সূত্র জানায়, বিকেলে চট্টগ্রামগামী একটি বাস ঝড়ের কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি চলন্ত মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় বাসটিও রাস্তার পাশে খাদে গিয়ে পড়ে। এতে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান। তবে বাসের কোনো যাত্রী হতাহত হয়েছেন কিনা তা জানা যায়নি। 

বিষয়টি নিশ্চিত করে মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুল আলম জানান, নিহত দুই মোটরসাইকেল আরোহী ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মী বলে জানা গেছে। বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।

নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে বলে জানান তিনি।

ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা (ছাগলনাইয়া অঞ্চল) প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, প্রথমে তিনজনের মৃত্যুর খবর ছড়িযে পড়ে। তবে আমরা খোঁজ নিয়ে জেনেছি দুইজন ঘটনাস্থলে মারা গেছেন। আর একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

No comments:

Post Bottom Ad

loading...

Pages