বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে ‘হায়াত-মউত আল্লাহর হাতে’ কথাটি কোনো হীন উদ্দেশ্যে বলেননি বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তার ওই বক্তব্যের পেছনে ভিন্ন উদ্দেশ্য রয়েছে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলার পর সাংবাদিকরা প্রতিক্রিয়া জানতে চাইলে নিজের ব্যাখ্যা দেন কাদের।
তিনি বলেন, ‘হ্যাঁ, আমি বলেছি, এখনও বলি। আমি এখন এই রুম থেকে অন্য রুমে যাবার পর জীবিত থাকব কি না, সেটাই তো জানি না। আল্লাহ জনেন হায়াৎ-মরণের বিষয়টা।’
শনিবার দলের ধানমণ্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কাদের এই কথা বলার আগে আরেক সংবাদ সম্মেলনে ফখরুল বলেছিলেন, ‘ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ও মন্ত্রীবৃন্দ যখন বলে ‘হায়াত-মউত আল্লাহর হাতে’, তখন এটা স্পষ্ট যে, তারা (সরকার) দেশনেত্রীর স্বাস্থ্য নিয়ে ধূম্রজাল সৃষ্টি করে জনগণকে বিভ্রান্ত করতে চান।’
ফখরুলের কথার জবাব দিতে গিয়ে কাদের আরও বলেন, ‘উনি তো বাম রাজনীতি করে এসেছেন। আল্লাহ খোদার ভয় নেই।’
বিজেপির আমন্ত্রণে ১৯ সদস্যের প্রতিনিধি দল নিয়ে ভারত সফরের আগে সংবাদ সম্মেলনে আসেন কাদের। তিনি বলেন, এই সফরের সঙ্গে বাংলাদেশের আগামী নির্বাচনের কোনো সম্পর্ক নেই।
‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভারত এবং ভারত সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না এবং যেটা আগেও কখনেও ছিল না।’
দিল্লির কর্মসূচি তুলে ধরে তিনি বলেন, ‘পার্টি টু পার্টি আলোচনা হবে। পাশাপাশি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও আলোচনা হবে। এই সফরটি খুব শর্ট, কিন্তু গুরুত্ববহ।’
বিজেপির নেতাদের সঙ্গেও আলোচনা হবে বলে জানান তিনি।
রবিবার সকালে রওনা হবে আওয়ামী লীগের এই প্রতিনিধি দল। ফিরবে আগামী মঙ্গলবার।
No comments:
Post a Comment