সোনারগাঁয়ে ১৩৩ ফুট উচুঁ বৈদ্যুতিক টাওয়ারে জাকির - .

.

.

Loading...

Breaking

Home Top Ad

loading...

Post Top Ad

Friday, April 20, 2018

সোনারগাঁয়ে ১৩৩ ফুট উচুঁ বৈদ্যুতিক টাওয়ারে জাকির

নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের টাওয়ার কন্যা পারুল ও তমার পর জাকির নামে এক ব্যক্তি সোনারগাঁ উপজেলার কাঁচপুর জামিল খাঁন কমপ্লেক্সের সামনে ১৩৩ ফুট উঁচু ৩০ হাজার (২৩০ কেভি) ভোল্টের সঞ্চালন লাইনের বৈদ্যুতিক টাওয়ারের উপরে উঠে বসে থাকার ঘটনায় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। জাকির মানষিক ভারষম্যহীন বলে এলাকাবাসী জানায়।

শুক্রবার (২০ এপ্রিল) সকাল ৯টা থেকে ওই লোকটি টাওয়ারের উপরে বসে আছে বলে স্থানীয়রা জানায়। খবর পেয়ে বেলা ১টায় বিদ্যুৎ সংযোগটি বন্ধ করে ঘটনাস্থলে সোনারগাঁও থানা পুলিশ, পিজিসিবি ঢাকা পূর্ব সিদ্ধিরগঞ্জ পাওয়ার হাউজ কর্তৃপক্ষ এবং আদমজী ফায়ার সার্ভিস ও ডেমরা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট বিকেল সাড়ে ৫টা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালাতে দেখা যায়।
 
এদিকে উচ্চ ক্ষমতাসম্পন্ন ভোল্টের বিপজ্জনক সঞ্চালন লাইনের এ টাওয়ার থেকে ওই লোককে নামানোর জন্য আরেক পাগলি মাইক হাতে ডাকার চিত্রও ঘটনাটিকে অন্যরকম মাত্রা দিয়েছে।
 
ঘটনাস্থলে যাওয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আদমজীনগর স্টেশনের ইন্সপেক্টর ফখরুদ্দিন ঘটনার জানান, সংবাদ পেয়েই আদমজীনগর এবং ডেমরার দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে টাওয়ারে উঠে পড়া লোককে নিচে নামিয়ে আনার চেষ্টা করছে।

ইতিমধ্যে টাওয়ারের সঞ্চালন লাইনের বিদ্যুৎ বন্ধ করে দেয়া হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিভেন্স এর সাথে বিদ্যুৎ ইউনিটের লোকজন একত্রিতভাবে টাওয়ারে উঠে পড়া লোককে নিচে নামিয়ে আনার প্রক্রিয়া চলছে।

এ ব্যাপারে সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল জানায়, বেলা ১২টায় কাঁচপুর থেকে একজন ব্যক্তি ফোন করে জানায় একজন লোক বিদ্যুতের টাওয়ারের উপরে উঠে বসে আছে।
খবর পেয়ে ১টায় আমি ঘটনাস্থলে এসে বিদ্যুৎ বিভাগের সাথে কথা বলে বিদ্যুৎ লাইনটি বন্ধ করার জন্য অনুরোধ করলে তারা তাৎক্ষণিক বন্ধ করে তারা ঘটনাস্থলে আসে।
 
পিজিসিবি ঢাকা পূর্ব সিদ্ধিরগঞ্জ পাওয়ার হাউজ এর লাইনম্যান আবু বাকের খন্দকার জানায়, খবর পেয়ে বেলা ১টায় আমরা বিদ্যুৎ লাইনটি বন্ধ করে সাথে সাথে আমরা ঘটনাস্থলে চলে এসেছি। 

সে বর্তমানে নিরাপদে রয়েছে এবং কিভাবে তাকে অক্ষত অবস্থায় নামানো যায় সে ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ফায়ার সার্ভিসকে সাথে নিয়ে উদ্ধার কাজ চালানোর প্রস্তুতি নিচ্ছি।

উল্লেখ্য, ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি পারুল আক্তার নামে এক নারী দুপুরে সিদ্ধিরগঞ্জ-মানিকনগর ২ লাখ ৩০ হাজার (২৩০ কেভি) ভোল্টের সঞ্চালন লাইনের সিদ্ধিরগঞ্জে শিমরাইলের ৮নং টাওয়ারের  (রেন্ট-এ-কার স্ট্যান্ড সংলগ্ন) আশপাশে ঘুরতে থাকে। সুযোগ বুঝে পারুল ১৩৩ ফুট উঁচু টাওয়ারে উঠে পড়ে হাঁটাহাঁটি করতে থাকে। স্থানীয় লোকজন ঘটনাটি দেখতে পেয়ে হতভম্ব হয়ে পড়ে।

স্থানীয় জনতা প্রাথমিকভাবে পারুলকে নামাতে চেষ্টা করলে সে আরও দ্রুত টাওয়ারের ওপর উঠতে থাকে। এতে আরও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিসের ঢাকার ডেমরা ও সদর দফতরের ২টি ইউনিটের ১০ কর্মী সোয়া ২ ঘণ্টা শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে ফায়ার সার্ভিসের টার্ন টেবল লেডার (টিটিএল) দিয়ে পারুলকে টাওয়ার থেকে অচেতন অবস্থায় নামিয়ে আনতে সক্ষম হয়।

এর আগে  ২০১০ সালের ৬ এপ্রিল আয়েশা আক্তার তমা নামে এক তরুণী সিদ্ধিরগঞ্জের কদমতলী নাভানা-ভুঁইয়া এলাকার আরেকটি সঞ্চালন লাইনের ১২০ ফুট উঁচু বৈদ্যুতিক টাওয়ারে উঠে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। তাকেও ফায়ার সার্ভিসের কর্মীরা টিটিএল দিয়ে ৬ ঘণ্টা শ্বাসরুদ্ধকর পরিস্থিতির পর নামিয়ে আনতে সক্ষম হন।

No comments:

Post Bottom Ad

loading...

Pages