ডি এ তায়েবের নতুন সিনেমা অন্ধকার জগত শেষ পর্যায়ে - .

.

.

Loading...

Breaking

Home Top Ad

loading...

Post Top Ad

Monday, April 23, 2018

ডি এ তায়েবের নতুন সিনেমা অন্ধকার জগত শেষ পর্যায়ে

বদিউল আলম খোকনের পরিচালনাধী ‘অন্ধকার জগত’ সিনেমাটির শূটিং শেষ পর্যায়ে। একটি গানের শূটিং বাকী রয়েছে বলে পরিচালক জানান। গানটির শূটিংয়ের মাধ্যমে সিনেমাটির নির্মাণ কাজ শেষ হবে। এতে অভিনয় করেছেন ডি এ তায়েব, মাহিয়া মাহি, আলেক জেন্ডার বো, মারুফ, বাশেদ শিমন, মৌমিতা মৌ, মিশা সওদাগর, আনোয়ারা বেগম, বড়দা মিঠুসহ আরো অনেকে। সিনেমাটি নিয়ে ডি এ তায়েব বলেন, দর্শক আমাকে এবার সম্পূর্ণ ভিন্ন একটি চরিত্রে দেখতে পাবে। এতে অভিনয় করতে গিয়ে নিজেকে অনেক পরিবর্তন করতে হয়েছে। সিনেমার চরিত্র রূপায়ণ করতে গিয়ে নিজের বাস্তব জীবনকে প্রায় ভুলে গিয়েছিলাম। আমি চেষ্টা করেছি, চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। দর্শকের কাছে একটি বাস্তব চরিত্র উপস্থাপন করতে। সিনেমাটি দেখে দর্শক হতাশ হবেন না। সিনেমাটির কাহিনী সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন কমল সরকার। প্রযোজনা করছে এস জি

No comments:

Post Bottom Ad

loading...

Pages