নতুন নাটকে সরগরম নাট্যাঙ্গন - .

.

.

Loading...

Breaking

Home Top Ad

loading...

Post Top Ad

Saturday, April 21, 2018

নতুন নাটকে সরগরম নাট্যাঙ্গন


গত ১৭ এপ্রিল দ্যাশ বাঙলা থিয়েটার মঞ্চে নিয়ে আসে তাদের দ্বাদশ প্রযোজনা ‘কালিন্দী’। নাট্যাচার্য সেলিম আল দীনের যৈবতী কন্যার মন নাটকের ‘কালিন্দী’ অংশকে পূর্ণাঙ্গ নাট্যরূপে দর্শকের সামনে তুলে ধরা হয়। নাটকটি নির্দেশনা দিয়েছেন রশিদুল ইসলাম। নাটক প্রসঙ্গে নির্দেশক বলেন, অষ্টাদশ শতকের গীতিকা পালার সঙ্গে ধর্মকাব্যের দ্বা›িদ্বক ছবি কালিন্দী আখ্যান। একালে বাঙালি সংস্কৃতির সঙ্গে উগ্র ধর্মবাদীদের প্রকট দ্ব›দ্ব কালিন্দীর প্রাসঙ্গিকতা বাড়িয়ে দেয়। তাই কালিন্দী মঞ্চে তোলা। পদাবলির ধারায় নতুন নাটকে সরগরম এখন ঢাকার নাট্যাঙ্গন। চলতি সপ্তাহেই ঢাকার মঞ্চে এসেছে ৩টি নতুন নাটক। আজ সন্ধ্যায়ও রয়েছে আরেকটি নতুন নাটকের উদ্বোধনী মঞ্চায়ন। এই সপ্তাহে মঞ্চে আসা তিনটি নাটক হলো প্রাঙ্গণেমোর নাট্যদলের ‘হাছনজানের রাজা’, দ্যাশ বাংলা থিয়েটারের ‘কালিন্দী’ ও নাগরিক নাট্য স¤প্রদায়ের ‘ওপেন কাপল’। এ ছাড়া আজ ২১ এপ্রিল সন্ধ্যায় নাট্যশালায় মঞ্চস্থ হবে ‘দ্য অ্যালকেমিস্ট’ নামের আরেকটি নতুন নাটক। সব মিলিয়ে নতুন নাটকে জমজমাট এখন ঢাকার নাটক পাড়া। দেশের প্রথম সারির নাট্য সংগঠন নাগরিক নাট্য স¤প্রদায় প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উৎসব আয়োজন করে গত ১৩-১৫ এপ্রিল। রাজধানীর নাটক সরণির (বেইলি রোড) মহিলা সমিতি মঞ্চে উৎসবে শেষদিন মঞ্চস্থ হয় নাটক ‘ওপেন কাপল’। এর আগে শ্রæতি নাটক হিসেবে এটি মঞ্চস্থ হলেও সারা যাকেরের নির্দেশনায় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয় গত ১৫ এপ্রিল। দারিও ফো ফ্রাঙ্কা রামে রচিত নাটকটি রূপান্তরের পাশাপাশি নির্দেশনা দিয়েছেন সারা যাকের। অভিনয় করেছেন জিয়াউল হাসান কিসলু ও সারা যাকের।

No comments:

Post Bottom Ad

loading...

Pages