বর্তমান চ্যাম্পিয়ন তারা। এবার জার্মানদের সামনে শিরোপা ধরে রাখার লক্ষ্য। রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতি সারতে জোয়াকিম লো তাঁর শিষ্যদের নিয়ে চলে গেছেন আল্পাইন পর্বতমালা-বেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সাউথ টাইরলে। প্রথম আলোর জার্মানি প্রতিনিধি জানাচ্ছেন, নিরিবিলি পরিবেশে কীভাবে প্রস্তুত হচ্ছে বর্তমান চ্যাম্পিয়নরা।
এবার তাদের সামনে বিশ্বকাপ ধরে রাখার অভিযান। এই অভিযানে সফল হতে জার্মান ফুটবল দলের প্রস্তুতি শুরু হয়ে গেছে এ মাসের মাঝামাঝি সময় থেকেই।
অতীত ইতিহাস তো আছেই। শুধু এই শতাব্দীর কথাও যদি ধরেন, বিশ্বকাপ ফুটবলে জার্মানদের অর্জন নেহাত কম নয়। ২০০২ থেকে ২০১৪—এই চার বিশ্বকাপ ফুটবলে চোখ ফেরালে বোঝা যাবে কেন জার্মানির ফুটবলকে ঘিরে ফুটবল অনুরাগীদের আলাদা একটা সমীহ রয়েছে। ২০০২ বিশ্বকাপে হয়েছে রানার্সআপ। ২০০৬ ও ২০১০ বিশ্বকাপে তৃতীয়। সর্বশেষ ব্রাজিল বিশ্বকাপে চ্যাম্পিয়ন, যেটি তাদের চতুর্থ শিরোপা।
পঞ্চম বিশ্বকাপ জয়ের স্বপ্নে জার্মান ফুটবল দল প্রস্তুতি দেশে না করে উড়ে গেছে ইতালির সাউথ টাইরলে। আল্পাইন পর্বতমালা-বেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি এই সাউথ টাইরলে এটাই প্রথম নয়; ১৯৯০, ২০১০ এবং ২০১৪ বিশ্বকাপের আগেও জার্মান দল নিজেদের প্রস্তুতি সেরেছিল এখানে। এ জায়গাটা কেন প্রস্তুতির জন্য বেছে নেওয়া, সেটি নিয়ে জার্মান ফুটবল ফেডারেশনের সভাপতি রাইনহার্ড গ্রিন্ডেল বললেন, ‘টাইরলে চমৎকার আবহাওয়া। থাকার পরিবেশ, প্রশিক্ষণ সুবিধাসহ স্থানীয় প্রশাসনের সহযোগিতার কারণে আমাদের জাতীয় দলকে সেখানে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি।’ জার্মান ফুটবল দলের কোচ জোয়াকিম লো বলছেন, ‘বিশ্বকাপ টুর্নামেন্টে আমাদের শারীরিক ও মানসিক প্রস্তুতির জন্য টাইরল একটি উপযুক্ত জায়গা।’ দলের ম্যানেজার অলিভার বিয়েরহফ মনে করেন, বিশ্বকাপ ফুটবলের মতো বড় টুর্নামেন্টে প্রস্তুতির জন্য যে নিবিড় মনঃসংযোগের প্রয়োজন, সেই পরিবেশ ও স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগিতা তাঁদের আবারও টাইরলে আসতে অনুপ্রাণিত করেছে।
অতীত ইতিহাস তো আছেই। শুধু এই শতাব্দীর কথাও যদি ধরেন, বিশ্বকাপ ফুটবলে জার্মানদের অর্জন নেহাত কম নয়। ২০০২ থেকে ২০১৪—এই চার বিশ্বকাপ ফুটবলে চোখ ফেরালে বোঝা যাবে কেন জার্মানির ফুটবলকে ঘিরে ফুটবল অনুরাগীদের আলাদা একটা সমীহ রয়েছে। ২০০২ বিশ্বকাপে হয়েছে রানার্সআপ। ২০০৬ ও ২০১০ বিশ্বকাপে তৃতীয়। সর্বশেষ ব্রাজিল বিশ্বকাপে চ্যাম্পিয়ন, যেটি তাদের চতুর্থ শিরোপা।
পঞ্চম বিশ্বকাপ জয়ের স্বপ্নে জার্মান ফুটবল দল প্রস্তুতি দেশে না করে উড়ে গেছে ইতালির সাউথ টাইরলে। আল্পাইন পর্বতমালা-বেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি এই সাউথ টাইরলে এটাই প্রথম নয়; ১৯৯০, ২০১০ এবং ২০১৪ বিশ্বকাপের আগেও জার্মান দল নিজেদের প্রস্তুতি সেরেছিল এখানে। এ জায়গাটা কেন প্রস্তুতির জন্য বেছে নেওয়া, সেটি নিয়ে জার্মান ফুটবল ফেডারেশনের সভাপতি রাইনহার্ড গ্রিন্ডেল বললেন, ‘টাইরলে চমৎকার আবহাওয়া। থাকার পরিবেশ, প্রশিক্ষণ সুবিধাসহ স্থানীয় প্রশাসনের সহযোগিতার কারণে আমাদের জাতীয় দলকে সেখানে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি।’ জার্মান ফুটবল দলের কোচ জোয়াকিম লো বলছেন, ‘বিশ্বকাপ টুর্নামেন্টে আমাদের শারীরিক ও মানসিক প্রস্তুতির জন্য টাইরল একটি উপযুক্ত জায়গা।’ দলের ম্যানেজার অলিভার বিয়েরহফ মনে করেন, বিশ্বকাপ ফুটবলের মতো বড় টুর্নামেন্টে প্রস্তুতির জন্য যে নিবিড় মনঃসংযোগের প্রয়োজন, সেই পরিবেশ ও স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগিতা তাঁদের আবারও টাইরলে আসতে অনুপ্রাণিত করেছে।
No comments:
Post a Comment