দশ বছরের জেল হতে পারে ভিদালের! - .

.

.

Loading...

Breaking

Home Top Ad

loading...

Post Top Ad

Sunday, May 27, 2018

দশ বছরের জেল হতে পারে ভিদালের!

মাঠের বাইরে নিজের কর্মকাণ্ড দিয়ে বেশ সমালোচিত চিলিত ফুটবলার আর্তুরো ভিদাল। এবার সম্ভবত দশ বছরের জেলের মুখে পড়তে যাচ্ছেন বায়ার্ন মিউনিখ এই মিডফিল্ডার। মিউনিখের এক পানশালায় হট্টগোল করার অভিযোগে অভিযুক্ত এই চিলিয়ান। বায়ার্নের সরকারি অভিযোক্তারা তাই এই মর্মে অভিযুক্ত করেছে এই চিলিয়ান ও তার ছোট ভাই সান্দ্রিনোকে। 

অভিযোক্তার মুখপাত্র ফ্লোরিয়ান ওয়েনজিয়ের্ল জানান, শারীরিকভাবে আঘাত করার জন্য অভিযোগ উঠেছে ভিদালের নামে। আর তা যদি সত্যি প্রমাণিত হয় তবে ৬ মাস থেকে ১০ বছরের কারাদণ্ড হতে পারে ভিদালের। ওয়েনজিয়ের্ল বলেন, ‘একই সাথে দুজন মিলে মারামারি করার অভিযোগে আমরা তাকে অভিযুক্ত করেছি। তার এই কুকর্মে তার ভাই সহযোগিতা করেছে বলে তার ভাইকেও কাঠগড়ায় দাঁড়াতে হবে।’ 

ঘটনাটি ঘটে ২০১৭’তে জার্মান বুন্দেসলিগাতে মাইঞ্জের বিপক্ষে বায়ার্নের ৪-০ গোলের জয়ের পর। জয়ের পরপরই এই বায়ার্ন খেলোয়াড় তার ছোট ভাই ও বন্ধুদের নিয়ে চলে যান ওই পানশালায়। আনন্দ করতে করতে এক সময়ে তারা লাগামহীন হয়ে পড়ে। ভিদাল এক পর্যায়ে টেবিলের ওপরে উঠে মদের গ্লাসগুলোকে মাটিতে ছোড়াছুড়ি শুরু করে। সেটা দেখে নিরাপত্তাকর্মীরা তাকে থামাতে আসলে বাকিরাও চড়াও হয় তাদের উপরে। গ্লাস ছুড়ে মারার এক পর্যায়ে একজন গুরুতর আহত হয় মাথায় কাঁচ ঢুকে যাওয়ায়।’
এর আগে জুভেন্টাসে থাকা অবস্থায়ও এরকম ঝামেলায় বহুবার জড়িয়েছেন ভিদাল। তার ভাই সান্দ্রিনো ২০১৬ সালে একবার জেলও খেটেছে এরকম সংঘর্ষে লিপ্ত হওয়ার কারণে।

তবে কবে নাগাত এই মামলার বিচারকার্য শুরু হবে তা নির্দিষ্ট করে জানাননি সরকারি মুখপাত্র ওয়েনজিয়ের্ল।

No comments:

Post Bottom Ad

loading...

Pages