আইপিএল থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের ছিটকে যাওয়া নিয়ে কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক বলিউড অভিনেত্রী প্রীতি জিন্তার করা মন্তব্যকে সংবাদ মাধ্যমে বিকৃত করে প্রকাশ করায় বিপর্যস্ত তিনি।
সামাজিক যোগাযোগের মাধ্যম গুলোতে একটি ভিডিও ঘুরছে যেখানে প্রীতির কথা-বার্তায় বুঝা যাচ্ছে, মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএলের ২০১৮ আসরের প্লে-অফে উঠতে না পারায় খুব খুশী প্রীতি।
প্রীতি জিন্তা টুইটারে মুম্বাইয়ের বিরুদ্ধে করা মন্তব্য নিয়ে তার অবস্থান প্রকাশ করেন। তিনি সংবাদমাধ্যমগুলোর উপর ক্ষোভ ঝাড়েন তার মন্তব্যকে বিকৃত করে প্রকাশ করার জন্য।
প্রীতি টুইটারে লিখেন, ‘ডিয়ার মিডিয়া, আমি কৃতজ্ঞ হব যদি আমাকে নিয়ে গণমাধ্যমে অপ্রয়োজনীয় বিতর্ক না তৈরি করা হয়। এবং এতে আমি আরও খুশী হবে। আমি বুঝাতে চেয়েছিলাম অন্য টিম (মুম্বাই) গ্রুপ পর্ব থেকে বাদ পড়ায় আমাদের প্লে-অফে যাওয়ার সুযোগ রয়েছে। আমি কোনো দল প্লে-অফে যেতে পারেনি এজন্য খুশী হইনি। তাই। আমাকে নিয়ে বিকৃত সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকুন।’
প্রীতি জিন্তা টুইটারে মুম্বাইয়ের বিরুদ্ধে করা মন্তব্য নিয়ে তার অবস্থান প্রকাশ করেন। তিনি সংবাদমাধ্যমগুলোর উপর ক্ষোভ ঝাড়েন তার মন্তব্যকে বিকৃত করে প্রকাশ করার জন্য।
No comments:
Post a Comment