চাঁদনীকে ভরণপোষণের টাকা দিচ্ছেন বাপ্পা - .

.

.

Loading...

Breaking

Home Top Ad

loading...

Post Top Ad

Wednesday, May 30, 2018

চাঁদনীকে ভরণপোষণের টাকা দিচ্ছেন বাপ্পা

আজ মঙ্গলবার দুপুরে প্রথম আলোর সঙ্গে কথা হলো শাহরিয়ার নাজিম জয়ের। অন্য রকম উপস্থাপনা আর তারকাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনের ভেতরের খবর সামনে তুলে ধরে এরই মধ্যে জনপ্রিয় হয়েছেন তিনি। তাঁর খুব জনপ্রিয় অনুষ্ঠান এটিএন বাংলার ‘সেন্স অব হিউমার’। এ ছাড়া একুশে টিভির ‘উইথ নাজিম জয়’ অনুষ্ঠানটিও দেখছেন দর্শক। আজ কথা প্রসঙ্গে জানালেন, তাঁর ‘উইথ নাজিম জয়’ অনুষ্ঠানে এবার অতিথি হয়ে এসেছেন চাঁদনী, অভিনয়শিল্পী ও নৃত্যশিল্পী। অনুষ্ঠানটি আগামীকাল বুধবার একুশে টিভিতে দর্শক দেখতে পাবেন রাত ১০টায়।
সম্প্রতি বাপ্পা মজুমদার জানিয়েছেন, চাঁদনী আর তাঁর বিবাহিত জীবনের ইতি ঘটেছে। তিনি তানিয়া হোসাইনকে বিয়ে করছেন। এরই মধ্যে তাঁদের বাগদান হয়েছে। 
কিন্তু চাঁদনী তো বলছেন অন্য কথা। তিনি মনে করছেন যা শোনা যাচ্ছে, সবকিছুই মিথ্যা। বাপ্পা নাকি তাঁকে তেমন কিছুই বলেছেন। আর চাঁদনী বলতে চান, তিনি এখনো বাপ্পার স্ত্রী। অনুষ্ঠানে তাঁর সঙ্গে কথা বলে মনে হলো, তিনি খুব স্বামীভক্ত। স্বামী কোনো অন্যায় করতে পারেন, তা তিনি ভাবতেই পারেন না। তাঁর বিশ্বাস, স্বামী তাঁর কাছে আবার ফিরে আসবে। আমার অনুষ্ঠানে এবার অতিথি হয়ে এসেছেন চাঁদনী। আমি বলব, সবার এই অনুষ্ঠানটি দেখা দরকার। তাহলে দর্শক নিজেই সত্যি-মিথ্যা যাচাই করতে পারবেন।
বাপ্পা মজুমদার আর চাঁদনীর সম্পর্ক নিয়ে অনুষ্ঠানে কিছু থাকছে?
হ্যাঁ, বাপ্পা মজুমদারের সঙ্গে তাঁর পরিচয়, প্রেম, বিয়ে, ভাঙন। ভাঙনের পেছনের কারণ। চাঁদনী তো বাপ্পার সঙ্গে তাঁর সম্পর্ক ভাঙনের ব্যাপারে তানিয়া হোসাইনকে দায়ী করছেন। কেন দায়ী করছেন, তা নিয়েও বলেছেন। চাঁদনী মনে করেন, বাপ্পা তাঁর সঙ্গে লুকোচুরি করেছেন। চাঁদনী এই অনুষ্ঠানে তাঁর জীবনের কিছু গল্প বলেছেন। লোমহর্ষক বর্ণনা! তা সিনেমার চেয়েও বড় সিনেমা।

No comments:

Post Bottom Ad

loading...

Pages