পুরস্কৃত হলেন পুলিশের সেই নারী কর্মকর্তা - .

.

.

Loading...

Breaking

Home Top Ad

loading...

Post Top Ad

Monday, May 7, 2018

পুরস্কৃত হলেন পুলিশের সেই নারী কর্মকর্তা

মহাখালী ফ্লাইওভারের নিচে আজিমপুর-গাজীপুর রুটে চলাচলকারী ভিআইপি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা কয়েকটি গাড়িকে প্রচণ্ডবেগে ধাক্কা দেয়, এতে অন্তত ৮-১০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয় বলে জানা যায়।
ঘটনাস্থলে দায়িত্বে থাকা পুলিশের নারী কর্মকর্তা পপি এগিয়ে আসেন, তিনি নিজে ড্রাইভ করে বাসটিকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেন। আহতদের নিজ হাতে সেবা দিতে থাকেন। এই নিয়ে কালের কণ্ঠ অনলাইন সংস্করণে গত ২৫ এপ্রিলপুলিশের নারী কর্মকর্তার মানবিকতা শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এবার সেই ডিএমপি’র তেজগাঁও উপ-পরিদর্শক (এসআই) শবনম সুলতানা পপিকে পুরস্কৃত করেছে পুলিশ।
আজ সোমবার সকালে পুলিশ সদর দপ্তরে দায়িত্ব পালনকালে মানবিক কাজের স্বীকৃতি হিসেবে এসআই শবনমের হাতে পুরস্কার তুলে দেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
জাবেদ পাটোয়ারী বলেন, শবনম সুলতানা পপি নিজ উদ্যোগে দুর্ঘটনা কবলিত পিকআপভ্যানের চালককে উদ্ধার করে ট্রাফিক পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে যে নৈপূণ্য দেখিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয়। আহত গাড়ি চালককে সেবা দিয়ে মানবিক সেবার অনন্য নজির স্থাপন করেছেন। তার এ মানবিক উদ্যোগের ফলে পুলিশের ইতিবাচক ভাবমূর্তি বেড়েছে।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) সহেলী ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন। ২৫ এপ্রিল  সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো ছড়িয়ে পড়ার পর ওই পুলিশ কর্মকর্তার এই কাজকে স্বাগত জানান নেটিজেনরা। অনেকের মতে পুলিশের 'খারাপ কাজ' গুলোই সামনে আসে, পুলিশের দোষারোপ করা হয় কিন্তু ভালো কাজকে কেউ সম্মান জানায় না।

No comments:

Post Bottom Ad

loading...

Pages