পুরান ঢাকার ইসলামবাগ এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। কেল্লার মোড়, লালবাগ, ঢাকা, ২৯ মে। ছবি: সাজিদ হোসেনরাজধানীর পুরান ঢাকার ইসলামবাগ ও হাজারিবাগ এলাকা থেকে দুটি পৃথক অভিযানে প্রায় অর্ধশত মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ। এ সময় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়।
আজ মঙ্গলবার বেলা আড়াইটায় চকবাজারের পশ্চিম ইসলামবাগ এলাকায় অভিযান শুরু করে পুলিশ। পুলিশের লালবাগ জোনের উপকমিশনার (ডিসি) মো. ইব্রাহীম খান প্রথম আলোকে বলেন, ‘আমরা পশ্চিম ইসলামবাগ এলাকায় যে অভিযান চালিয়েছি, তাতে ৩৯ জনকে আটক করা হয়েছে। ওই এলাকা থেকে ৮০০ পুরিয়া হেরোইন, ৩৭০টি ইয়াবা বড়ি, ২ কেজি গাঁজা ও ৫০ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে।
তালিকাভুক্ত কোনো বড় ব্যবসায়ীকে আটক করা হয়েছে কি না, এমন প্রশ্নে ইব্রাহীম খান বলেন, যাঁদের ধরেছি, তাঁদের মধ্যে তালিকাভুক্ত কেউ আছে কি না, তা মিলিয়ে দেখা হচ্ছে।
No comments:
Post a Comment