আফগানিস্তানের বিপক্ষে খেলছেন না ভারত অধিনায়ক বিরাট কোহলি। সেই সময় তিনি কাউন্টি খেলতে ব্যস্ত থাকবেন। তাই ওই ম্যাচে ভারতীয় দলের অধিনায়কত্ব তুলে দেওয়া হল আজিঙ্কা রাহানের হাতে। অতীতেও তিনি ভারতের অধিনায়কত্ব করেছেন।
আগামী ১৪ জুন বেঙ্গালুরুতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টটি খেলবে ভারত। সদ্য টেস্ট খেলার স্বীকৃতি পেয়েছে আফগানিস্তান। স্বীকৃতি পাওয়ার পর এটাই প্রথম টেস্ট ম্যাচ তাদের। আগামী ৮ মে বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচনী কমিটি আলোচনায় বসবে। সেখানে তাদের বেছে নিতে হবে ভিন্ন ছ’টি দল।
বিরাট কোহলির পরিবর্তন হিসেবে আফগানিস্তান টেস্টে আসতে পারেন শ্রেয়াস আয়ার।
No comments:
Post a Comment