ইকার্দিকে বাদ দিয়ে আর্জেন্টিনার দল ঘোষণা - .

.

.

Loading...

Breaking

Home Top Ad

loading...

Post Top Ad

Tuesday, May 22, 2018

ইকার্দিকে বাদ দিয়ে আর্জেন্টিনার দল ঘোষণা

আর্জেন্টিনা কোচ রাশিয়া বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন। তার ঘোষিত দলে সবচেয়ে বড় চমক ইকার্দির বাদ পড়া। তবে সুযোগ পেয়েছেন পাউলো দিবালা।
এর আগে আর্জেন্টিনার সম্প্রচার সংস্থা টিওয়াইসি স্পোর্টস সাম্পাওলির আগেই জানিয়েছিলেন কে কে আছেন রাশিয়া বিশ্বকাপের জন্য ঘোষিত দলে। সেখানেও ইকার্দির বাদ পড়ার কথা উল্লেখ করা ছিল।
বরাবরের মত আর্জেন্টিনার আক্রমণভাগের নেতৃত্বে থাকবেন দলের প্রাণ ভোমরা লিওনেল মেসি। আর তার সঙ্গে থাকবেন গঞ্জালো হিগুয়েন, সার্জিও আগুয়েরো এবং হালের আলোচিত তারকা পাউলো দিবালা।
দিবালা ও ইকার্দি আলোচিত নাম হলেও আর্জেন্টিনার হয়ে দিবালা ১২ ম্যাচে কোনো গোল করতে পারেননি। এ দুজনের দলে ডাক পাওয়ায় দলের অনুমিত থাকলেও টিওইয়াইসের দেওয়া তথ্যই শেষ পর্যন্ত সত্যি হলো। তবে ইকার্দিকে বাদ দেওয়ার কোচ সাম্পাওলিকে সমালোচানার মুখোমুখি হতে হবে। বিশ্বকাপ শুরু হওয়ার আগেই এটা তার জন্য একটা বাড়তি চাপ হয়ে যাবে।
১৬ জুন রশিয়া বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। প্রতিপক্ষ আইসল্যান্ড। ‘ডি’ গ্রুপে আর্জেন্টিনার অন্য দুই প্রতিপক্ষ ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া।
তো? কারা থাকছেন দলে-
ডিফেন্ডার: মার্কোস রোহো, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস আকুনা, ক্রিস্টিয়ান আনসাল্দি, গাব্রিয়েল মের্কাদো, ফেদেরিকা ফাসিও, নিকোলাস ওটামেন্দি, হাভিয়ের মাসচেরানো।  
মিডফিল্ডার: জিওভানি লো সেলসো, আনহেল দি মারিয়া, ক্রিস্টিয়ান পাভোন, এদুয়ার্দো সালভিও, মানুয়েল লানসিনি, মাক্সিমিলিয়ানো মেজা, লুকাস বিগলিয়া, এভার বানেগা।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, পাওলো দিবালা, সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়েন।

No comments:

Post Bottom Ad

loading...

Pages