বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন সংগীতশিল্পী নিক জোনাস প্রেম করছেন। খবরটি নতুন নয়। তবে দুদিন আগে পর্যন্তও এই ‘প্রেম’ খবর থেকে গুঞ্জন বলেই বেশি বিবেচিত হয়েছে। কিন্তু এখন মনে হচ্ছে, তাঁরা আর কোনো রাখঢাকের মধ্যে নেই। দুই তারকা নিজেদের ঘনিষ্ঠতা গোপন না করে প্রকাশেই এখন বেশি বিশ্বাসী।
গত শুক্রবার প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাস একসঙ্গে নৈশভোজে গিয়েছেন। ইউএস উইকলি সাময়িকীকে একটি সূত্র জানায়, তাঁরা ওয়েস্ট হলিউডের একটি রেস্তোরাঁয় ডিনার ডেটে গিয়েছিলেন। সেখানে তাঁরা রেস্তোরাঁর বাগানে বসে নৈশভোজ সারেন। পুরোটা সময় তাঁরা দুজন খুব হাসিখুশি ছিলেন। সুরের তালে নেচেছেন। একপর্যায়ে প্রিয়াঙ্কাকে নাকি নিক জোনাসের চুলে হাত বুলাতেও দেখা যায়। তবে রেস্তোরাঁয় তাঁরা হাতে হাত ধরে ঢোকেননি।
No comments:
Post a Comment