মায়ের মৃত্যুর পর ফের শুটিংয়ে জাহ্নবী - .

.

.

Loading...

Breaking

Home Top Ad

loading...

Post Top Ad

Friday, April 20, 2018

মায়ের মৃত্যুর পর ফের শুটিংয়ে জাহ্নবী


বিনোদন ডেস্ক: সদ্য  রুপালি জগতে পা রাখতে চলেছেন জাহ্নবী কাপূর। মুম্বাইয়ে যখন প্রথম সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত জাহ্নবী, তখনই দুবাইয়ে মৃত্যু হয় শ্রীদেবীর। মায়ের মৃত্যুতে কয়েকদিন শুটিং বন্ধ রাখেন তিনি। ধারণা করা হচ্ছিল, হয়তো শোক কাটতে একটু সময় নিবেন জাহ্নবী। তবে মা হারানোর দুঃখ নিয়েই ফের শুটিংয়ে গেলেন জাহ্নবী কাপূর। 
ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার মুম্বাইয়ের বান্দ্রায় ‘ধড়ক’ সিনেমার শুটিংয়ে অংশ নেন জাহ্নবী। এই ছবিতে জাহ্নবীর বিপরীতে অভিনয় করবেন ঈশান খট্টর। করণ জোহরের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করছেন শশাঙ্ক খাইতান।
এদিকে, মেয়ের বলিউডে পদার্পন নিয়ে নাকি বেশ চিন্তিত ছিলেন প্রয়াত অভিনেত্রী। ছবিতে মেয়ের চরিত্র কেমন হবে, তাঁর অভিনয় কেমন হবে, তা নিয়ে একাধিকবার বৈঠকও করেছিলেন করণ জোহরের সঙ্গে। মায়ের পেশাই মেয়ে বেছে নেওয়ায় শ্রীদেবীর পক্ষে পরামর্শ দেওয়া অনেক সহজ ছিল। অথচ ছবির মুক্তির আগেই হঠাৎ চলে যান শ্রীদেবী।
মারাঠি ব্লকবাস্টার ‘সাইরাত’ সিনেমার রিমেক ‘ধড়ক’। সিনেমাটির নির্মাতা সংবাদমাধ্যমে বলেন, ‘সাইরাত সিনেমার মূল বিষয় গোত্রগত পার্থক্য, অনার কিলিং এবং পৃথিবীতে লড়াই করে বেঁচে থাকা। আমি মনে করি, পুরো ভারতজুড়েই এরকম গল্প আপনি শুনতে পাবেন। সুতরাং সাইরাত ও ‘ধড়ক’ সিনেমার মূল বিষয় একই। কিন্তু তবুও বৈচিত্রতা রয়েছে।

No comments:

Post Bottom Ad

loading...

Pages