একজন বাঙালির কাছে একবার হেরে গিয়েছিলেন বিল গেটস। বিল গেটসের বইকে পেছনে ফেলে চট্টগ্রামের ছেলে সুবীর চৌধুরীর বই হয়েছিল ইউরোপের এক নম্বর বাণিজ্যবিষয়ক বই।
সুবীর চৌধুরীর বইটা ছিল ম্যানেজমেন্ট ২১ সি। ২০০০ সালে এ বই বের করেছিল ফিন্যান্সিয়াল টাইমস, যুক্তরাজ্য। আর বিল গেটসের বইটা ছিল বিজনেস অ্যাট দ্য স্পিড অব থটস। সুবীর চৌধুরীর বই বিল গেটসের টাকে হারিয়ে ইউরোপের সেরা বাণিজ্য-গ্রন্থের সম্মান অর্জন করেছিল।
নিউইয়র্ক টাইমস সুবীর চৌধুরীকে অভিধা দিয়েছে ‘লিডিং কোয়ালিটি এক্সপার্ট’ বা ‘নেতৃস্থানীয় উৎকর্ষ বিশেষজ্ঞ’। তিনি বিশ্বের ১ নম্বর বেস্টসেলিং লেখক, যাঁর লেখার বিষয় ‘সিক্স সিগমা দর্শন’। বিজনেস উইক তাঁকে আখ্যা দিয়েছে ‘দ্য কোয়ালিটি প্রফেট’ বা ‘উৎকর্ষের ভবিষ্যদ্বক্তা’ বলে।
সুবীর চৌধুরীর নতুন বই দ্য ডিফারেন্স ইউএসএ টুডের সর্বাধিক বিক্রীত বইয়ের তালিকায় স্থান পেয়েছে। ‘দ্য থিংকারস ৫০’ তাঁকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ চিন্তাবিদের তালিকায় স্থান দিয়েছে চারবার—২০১১ সালে ৫০, ২০১৩ সালে ৪০, ২০১৫ সালে ৩৯ আর ২০১৭ সালে থিংকারের তালিকায় তাঁর স্থান ২৭।
No comments:
Post a Comment