মেসিতে মুগ্ধ এই রুশ সুন্দরী - .

.

.

Loading...

Breaking

Home Top Ad

loading...

Post Top Ad

Wednesday, May 23, 2018

মেসিতে মুগ্ধ এই রুশ সুন্দরী

মিস রাশিয়া ভিক্টোরিয়া লোপেরেভা
আর্জেন্টাইন সেনসেশন লিওনেল মেসিতে মুগ্ধ সাবেক মিস রাশিয়া ভিক্টোরিয়া লোপেরেভা। তার বিশ্বাস, প্রতিভা বিচারে বার্সেলোনা সুপারস্টার বর্তমান সময়ের শ্রেষ্ঠ ফুটবলার। আসছে রাশান বিশ্বকাপের অন্যতম অ্যাম্বাসেডর হিসেবে দীঘ দিন থেকে কাজ করছেন ২০০৩ সালের মিস রাশিয়া খেতাব জয়ী ভিক্টোরিয়া। বিশ্বের ক্রীড়াঙ্গনে ইতোমধ্যে তিনি পরিচিতি লাভ করেছেন ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপের ‘ফেস অব রাশিয়া’ হিসেবে।
ভিক্টোরিয়া বলেন, ‘মেসিতে আমি মুগ্ধ। আর্জেন্টাইন তারকা আমার ফেবারিট ফুটবলার। জন্মগত প্রতিভা ও বল পায়ে মাঠের পারফরম্যান্সে কেউই মেসির সমকক্ষ নয়। আমি জানি মেসি-রোনালদোকে নিয়ে প্রায় তুলনা হয়। তাদের দু’জনের প্রতিই আমার শ্রদ্ধা। তবে শ্রেষ্ঠত্বের বেলায় আমি মেসিকেই বেছে নেবো।’
সম্প্রতি লন্ডনে গোল ডট কমকে দেয়া সাক্ষাৎকারে ভিক্টোরিয়া শ্রেষ্ঠ ফুটবলার হিসেবে মেসিকেই বেছে নেন। একই সাথে ফুটবলের সবচেয়ে সুদর্শন পুরুষের নাম উল্লেখের বেলায় তিনি হতবাক করেছেন অনেককেই। তার বিচারে স্টাইলিশ হিসেবে সুপরিচিত ক্রিশ্চিয়ানো রোনালদো অত্যন্ত সাধারণ একজন। ভিক্টোরিয়া বলেন, ‘স্টাইলের বেলায় আমার পছেন্দের ৩ নম্বরে ফরাসি মিডফিল্ডার পল পগবা। নেইমারও দারুণ পটু পরিধেয় নির্বাচনে। স্টাইলের বেলায় তার নিজস্বতাও প্রতিফলিত। আমি মনে করি, রোনালদো অতি সাধারণ। ফুটবলারদের মধ্যে সবচেয়ে সুদর্শন হলেন ইতালীয় স্ট্রাইকার গ্র্যাজিয়ানো পেলে।’

No comments:

Post Bottom Ad

loading...

Pages