বিশ্বকাপের আয়োজক হতে প্রচারণা চালাচ্ছে মরক্কো
এবার ১৪ জুন শুরু হবে রাশিয়া বিশ্বকাপ। এর ঠিক আগের দিন ফিফার কংগ্রেসে
ভোটাভুটিতে পাশ হবে কে পাচ্ছে ২০২৬ বিশ্বকাপের আয়োজক দেশের মর্যাদা। ২০২৬
বিশ্বকাপের আয়োজক হতে আগ্রহী পশ্চিম আফ্রিকার দেশ মরক্কো এবং কনকাকাফ
অঞ্চলের তিন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। মধ্য ও উত্তর
আমেরিকার এই তিন দেশ যৌথভাবে স্বাগতিক হওয়ার ইচ্ছে প্রকাশ করেছে। কংগ্রেসে
ফিফার সদস্য দেশগুলো ভোট দিয়ে নির্বাচন করবে আয়োজক দেশ।
এদিকে এই ভোটাভুটিতে চারটি দেশের ভোটাধিকার নিয়ে আপত্তি তুলেছে মরেক্কো। এ জন্য ফিফাতে লিখিত আবেদন করেছে মরক্কো। দেশগুলো হলো গুয়াম, আমেরিকান সামোয়া, ভার্জিন আইল্যান্ড এবং পূর্য়েতোরিকো। এই চার দেশের জনগন মার্কিন নাগরিক। এর মধ্যে আমেরিকান সামোয়ার নাগরিকরা মার্কিন জাতি। সুতরাং এরা ভোট দিলে তা মার্কিন জোটের পক্ষেই দেবে। যা ভোটাভুটিতে পিছিয়ে দেবে মরক্কোকে।
তাই এদের ভোটাধিকারের বিপক্ষে আফ্রিকান মুসলিম দেশটি। ২৬ এপ্রিল মরক্কো এই আবেদন করে ফিফাতে। উল্লেখ্য ২০২৬ সালে ৪৮ দেশ নিয়ে হবে বিশ্বকাপ।
এদিকে এই ভোটাভুটিতে চারটি দেশের ভোটাধিকার নিয়ে আপত্তি তুলেছে মরেক্কো। এ জন্য ফিফাতে লিখিত আবেদন করেছে মরক্কো। দেশগুলো হলো গুয়াম, আমেরিকান সামোয়া, ভার্জিন আইল্যান্ড এবং পূর্য়েতোরিকো। এই চার দেশের জনগন মার্কিন নাগরিক। এর মধ্যে আমেরিকান সামোয়ার নাগরিকরা মার্কিন জাতি। সুতরাং এরা ভোট দিলে তা মার্কিন জোটের পক্ষেই দেবে। যা ভোটাভুটিতে পিছিয়ে দেবে মরক্কোকে।
তাই এদের ভোটাধিকারের বিপক্ষে আফ্রিকান মুসলিম দেশটি। ২৬ এপ্রিল মরক্কো এই আবেদন করে ফিফাতে। উল্লেখ্য ২০২৬ সালে ৪৮ দেশ নিয়ে হবে বিশ্বকাপ।
No comments:
Post a Comment