কার্তিক-রাসেলে কলকাতার লড়াকু সংগ্রহ - .

.

.

Loading...

Breaking

Home Top Ad

loading...

Post Top Ad

Wednesday, May 23, 2018

কার্তিক-রাসেলে কলকাতার লড়াকু সংগ্রহ

দিনেশ কার্তিকের ব্যাট চড়াও হয়েছে আজও
শুরুতে একের পর এক উইকেট পড়ে গেলেও মিডল অর্ডারের দৃঢ়তায় আইপিএলে বড় সংগ্রহ পেয়েছে কলকাতা নাইট রাইডার্স।  এলিমিনেটর  ম্যাচে বুধবার রাজস্থান রয়ালসের বিরুদ্ধে আগে ব্যাট করে অধিনায়ক দিনেশ কার্তিকের হাফ সেঞ্চুরিতে বড় সংগ্রহ পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৯ রান করেছে কলকাতার দলটি।
আগে ব্যাট করতে নেমে মাত্র ২৪ রানে তিন উইকেট হারায় দলটি। স্কোর বোর্ডে হাফ সেঞ্চুরি হতে না হতেই যায় আরেকটি উইকেট। তবে এরপর দলের হাল ধরেন অধিনায়ক দিনেশ কার্তিক। শুবমান গিল ও আন্দ্রে রাসেলের সাথে তার দুটি জুটি দলকে লড়াকু সংগ্রহ পেতে সহায়তা করে।
কার্তিক ৩৮ বলে ৫২ রান করে লুঘলিনের বলে আউট হলেও রাসেল ছিলেন দুর্দান্ত। ২৫ বলে অপরাজিত ৪৯ রানের ইনিংসে ছিলো ৫টি ছক্কা ও ৩টি চার। গিল করেছেন ১৭ বলে ২৭ রান। এই ম্যাচের জয়ী দল দ্বিতীয় কোয়ালিফায়ারে মোকাবেলা করবে সানরাইজার্স হায়দরাবাদের। আর পরাজিত দল বিদায় নেবে টুর্নামেন্ট থেকে।

No comments:

Post Bottom Ad

loading...

Pages